অদ্ভুত অপেক্ষা

শামসুল ফয়েজ

নিষ্প্রভ সন্ধ্যায় অনাত্মীয়
রেস্তোরাঁয় বসে থাকা।
এই বসে থাকা কোনোকিছুর অপেক্ষা নয়।
চোখ খোলা থাকে উন্মুক্ত দরজার দিকে।
চোখ বুঝি চায় কোনো সুস্মিত মুখের হঠাৎ ঝলক।
কান বুঝি শুনতে চায়
কোনো মধুর গৎ-এর
সুধাময় গিটকিরি।
চারপাশে অচেনাজনের
বহু ব্যবহৃত কথার জাবর কাটা।
ডাইনে-বাঁয়ে-সামনে-পিছনে সবাই অচেনা।
তবু পরিচিত স্থানে অভ্যাসবশত বসে থাকা।
এ যেন বা স্যামুয়েল বেকেটের
‘ওয়েটিং ফর গডো’ নাটকের অঘোষিত মঞ্চায়ন।
‘অযথা গডো’র জন্য বসে থাকা ঠোঁটকাটা রেস্তোরাঁয়।
চোখে এনে খুশির নাচন
প্রবেশ করেনি কোনো প্রিয়মুখ।
আলবেয়ার কাম্যুর আগন্তুক
বসে আছে যেন বিনা আমন্ত্রণে।
আনন্দের কোনো ধ্বনি তোলেনি ঝংকার
দাদরা কিংবা কাহারবায়।
কারো সাথে হয়নি গভীর অনুভবের
কোনো ছিটেফোঁটা ভাব বিনিময়।
কোনো এসএমএসের আসেনি উত্তর
বিবর্ণ সন্ধ্যায় গড়িয়ে পড়েছে ধূসর সময়।