অনুরোধ

চঞ্চল শাহরিয়ার

 

গড়িমসি করে দিনগুলো পার করে দিও না কোয়েল

নিজের কথাটা ভাবো, ভাবো মেঘনায় মেঘলা দুপুর

স্বপ্নে-গড়া সুখপাখি যেন লালনের মুগ্ধ করা গান

আর্ট গ্যালারিতে বৃষ্টিভেজা যুবকের বালিকা-বন্দনা।

 

অভিমান করে দিনগুলো পার করে দিও না কোয়েল

নিজেকে আবার তৈরি করো ঋতু আর রচনার মতো

কেউ না থাকুক আমি থাকবো তোমার সব অবেলায়

ফুলের সৌরভমাখা দিনমানে আবারো কিছু প্রাপ্তি।

 

কেন ভুলে যাবে দার্জিলিংয়ে মুগ্ধ করা মিষ্টি ভোরবেলা

হায়দরাবাদের হাওয়ায় ভেসে আছে কতো কতো স্মৃতি

আকাশি রঙের শাড়ি স্নান সেরে আবার পরো তো মেয়ে

ফের দেখে আমি হাওড়া ব্রিজের ঝলমলে কোলাহল।

 

অন্য কথা থাক শুধু নিই শরৎকালীন মেঘমালা

বিনিসুতোর মালাটি যাকে দেবো সে যে রাই বিনোদিনী।