অপরাধ

সুহিতা সুলতানা

কে অপরাধী? আর কে অপরাধী নয়? এ যেন আজ আর
বিবেচ্য বিষয় নয়। সারাদিন বৃষ্টিভেজা দিনে বাসি তৈজসপত্র
বিবর্ণ ফ্যাকাসে হয়ে পড়ে আছে। কারো কোনো ব্যস্ততা নেই
বৃষ্টি ঝরানো এমন দিনে কে খুনি হতে চায়? ঘাতকের নীল বিষ
দিগন্ত আঁধার করে রাখে। ভুলে গ্যাছে তার চুলের সৌগন্ধ
সুগভীর জলের জঙ্গলে স্বপ্নগ্রস্ত জ্যোসনা ঝুলে থাকে
সন্ধ্যার পাখিরা নিদ্রামগ্ন হলেও জেগে থাকে ঘাতকের নগ্ন করতল