অমিতের জন্যে

সৌভিক রেজা

 

পাতাঝরা বয়স; এই বালক-বয়সেই হারিয়েছে সে

পরনের হাফ-প্যান্ট; চাঁদ থেকে পাওয়া স্ক্রু-ড্রাইভার – হারিয়েছে

তা-ও; ভাঙা ক্যালকুলেটরে বয়সের কোনো

হিসাব কি পাওয়া যায়, যায় নাকি? তার দুহাতে চুম্বক – এই যে

এতসব

মানুষকে একই জায়গায় টেনে নিয়ে আসা – সোজা কথা! কে

কোথায়

এখন… নিজের-নিজের নির্বাসনে… দেখি, একটু দাঁড়ান তো!

ধরিত্রীর নীবিবন্ধে

জগৎ যদি মহানন্দে অন্ধ; অমিয় হয়তো বলতেন, শুধুই কি মাছ বা

ন্যাংড়া আম? আধুনিক কৃষ্ণ বাজান ফ্লুটের বাঁশি, সবই তো বাস্তব

বুঝলাম, অলোকরঞ্জন; কিন্তু হেনাদি, কোনটা কার পরিণাম?