আমাদের নতুন স্কুল

হাবীবুল্লাহ সিরাজী

 

পাটিতে মাটির পাঠ

আকাশ শেখায় তার গলাগলি ভাব

সমুদ্রের অভিযানে স্বপ্ন জানে বায়ু

আগুনের ভিন্ন মানে অরণ্যে গোপন

খুলিতেছে আমাদের প্রাইমারি স্কুল :

১. পরিযায়ী পাখিরা তো ভূগোলে তুখোড়

২. বাংলায় মহাব্যস্ত ধ্রুব বনসাই

৩. ইতিহাস উল্টায়-পাল্টায় ওরাংওটাং

৪. স্যামনের পেটে-পিঠে ইংরেজির তেল

৫. অঙ্কের নানান বোঝা গোলাপের ঘাড়ে

 

টেবিলে নুনের গল্প

গ্লোবের আহ্নিক গতি বার্ষিক হিস্যায়

দানাদার কুয়াশায় রাঙা রাফখাতা

খুলিয়াছে আমাদের সেকেন্ডারি স্কুল :

ক. ভূগোল শেখায় এক গহন শিকারি

খ. ফড়িয়ার হুটোপুটি বাংলার মূলে

গ. ইতিহাস পাহারায় বৃদ্ধ পশুশালা

ঘ. ইংরেজির ফইড় ভেজে ক্ষুব্ধ নোনা জলে

ঙ. সারের গুদামে বন্দি অঙ্ক-মহাজন

 

বিন্দু দিলে ফোটে আলো

পথের হিসেব থাকে নাথের চাকায়

গন্তব্যের মানে লেখা খোলা পাঠ্যক্রমে

চলিতেছে আমাদের নতুন স্কুল।