ইশারা

মারুফুল ইসলাম

 

সিঁড়ি ভাঙছি সিঁড়ির ভাবনায়

ভাঙার পথে ডাঙার দেখা নেই

জলের পথে সজল যাত্রায়

ডাকাত পড়ে পলক ফেলতেই

 

কার নদীতে চিতল পাড়ে ডিম

দুপুরবেলা দুচোখে নীল ঘুম

যুগান্তরে পৃথক পশ্চিম

শহর জুড়ে ছন্নছাড়া ধুম

 

বিজ্ঞাপনে কাব্য জেরবার

সালংকারা ভাবে শব্দযোগ

যমক-শেস্নষে খেলে পুরস্কার

বানান আর ছন্দে ঘোড়ারোগ

 

পুবের বাড়ি খোলে দখিন দিক

বাতাসে ফোলে পালের খোলা বুক

আমিই তবে তোমার গ্রন্থিক

অভিনতুন ইশারা উন্মুখ