ঋণ : সেপ্টেম্বর অন যশোর রোড

তারিক সুজাত

 

তখন তোমার শরণার্থী দিন

শিকড়বিহীন এক ভাসমান জীবন

ভিটেমাটি ছাড়া

অসহায় নারী-শিশু-বৃদ্ধ

অবোধ গবাদিপশু

অগণন মুখের ভিড়ে

দুইটি দরদি প্রাণ

এ্যালেন ও সুনীল

কবিতার অঞ্জলি নিয়ে

শোকার্ত দাঁড়িয়ে আছে…

প্রবহমান সময় থেকে

ছুটি নিয়ে

যশোর রোড কি

থেমে আছে

ভয়ার্ত সেপ্টেম্বরে?

 

অতঃপর একদিন

নয় মাস যেন নয়টি জীবন শেষে

বিপন্ন স্বদেশ থেকে

পাখিডাকা প্রথম প্রহরে

ত্রিশ লাখ শহিদের

রক্তভেজা লাল খামে

এসেছে আলোর চিঠি

স্বা ধী ন তা…

 

বাংলার সবুজ অাঁচলে

ফুটছে সকাল

তখন তোমার শরণার্থী রাত্রি

শেষ হচ্ছে দীর্ঘতম ভোরে…