কাঁটাতার

দেবাশিস দাশ

অবিভক্ত মানচিত্র ভাষার নিজস্ব ধর্মে স্থির।

পার্বতী নামের সেই মুসলিম ঘরণীকে দেখি

আল ধরে হেঁটে যাচ্ছে বিষাদ-সন্ধ্যার মাঠে-মাঠে।

দূরে, নদীরেখা ধরে বিভাজিত হয়ে আছে মাটি।

এপার-ওপার তবু একই কহু ওড়াউড়ি করে …