কালো অক্ষরের কবিতা

রাহুল পুরকায়স্থ

শূন্যের দিকে ছুটে চলেছে যে লোকটা তাকে তুমি জানো? তার ছেঁড়া পোশাক, রুক্ষ চুল, খড়ি-ওঠা ত্বক, সাতবাসি দাড়ি রচনা করেছে যে তামাশা, বিদ্রূপ করেছে যে সম্পর্ক, জানো?

 

প্রিয় গ্রন্থ, প্রিয় নারী, প্রিয় বন্ধু, প্রিয় সংগীত, প্রিয় গন্ধ, প্রিয় বর্ণ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কত দিন, কত রাত! সে ছুটছে, পালাচ্ছে, অস্বীকার করছে, ছুড়ে দিচ্ছে থুথু, খিমচে ধরছে বাতাস, কামড়ে দিচ্ছে বিষুব, পেচ্ছাপ করছে পরিত্যক্ত গ্রহটির মুখে, টুকরো টুকরো চাঁদের পানে তাকিয়ে হাই তুলছে, বিড়বিড় করছে, মড়া… মড়া…

 

লোকটা একটা কবিতা লিখতে চাইছে