কূজন

পিয়াস মজিদ

মেঘ ও রৌদ্রের গ্রন্থিমূলে বয়ে যায়
কত কবরদ্যোতনা।
সে হাওয়ার কূলেই তো যাবতীয়
কৃষ্ণ জাগরী,
স্বপ্নের দ্গি¦লয়।

এমন ঈমনকল্যাণ-বসন্তভৈরবী!
তবু রাত্রি দুপুরের রাগ ওই তো আমার
অনন্ত নিদ্রাবেদিতে।
কাননে কাননে জলকরবীর ঢেউ;
পুষ্পবহ্নি বেজে ওঠে কারো সুবাসিত করতলে।
বন্দরে ভিড়ল রক্তমুখী চাঁদনী।