কৃষ্ণের জ্বর হলে

শামীম হোসেন

লৌকিক রাধা এসে ঘুরে গেছেন পার্বতীপুর!

 

সে এক প্রাচীন বট – ঝুরি দিয়ে বিছিয়েছে পথ

চোখবন্ধ অন্ধকারে ধাওয়া করে মোহনীয় সুর…

অসংখ্য প্রাণকণা সাপের লকলকে জিহবার মতো

নিশ্বাসের বায়ুজুড়ে খেলা করে বুকের ভেতর।

 

পাথরের প্রেম গেছে – দেহভর্তি যমুনার জলে

দেখো – কার সুরে কে নাচে সুদূর মাধবনগরে!

শতবছরের প্রত্নরাত ঘুম পাড়ে শাড়ির আঁচলে

কী মায়া বয়ে যায় যোজন হৃদয়ে-হৃদয়ে…

 

কৃষ্ণের জ্বর হলে রাধা পোড়ে শীতের আগুনে!