কৈশোরক

সুদীপ্ত

 

একটা কিছু লিখবো ভাবি, আবার ভাবি লিখবো না…

কার কাছে কার হাঁড়ির খবর, কার সাথে কার মুখচেনা।

 

মাথার ওপর ফ্যান ঘুরে যায়, মুখের শোভা হিন্দিচুল…

ফেব্রম্নয়ারি বছরজুড়েই, প্রথম গোলাপ… প্রথম ভুল…

 

বর্ষা এবার চিরস্থায়ী, পৌষ কবে আর দেয় আভাস?

সোজা রাস্তায় অনেক চলা, শর্টকাটে তাই সর্বনাশ…

 

খাতার পাতায় চোখের ছবি, ছবির বইয়ে অরণ্য,

শান্ত থাকা অনেক হলো, এবার তো হও জঘন্য!

 

কলম কামড়ে ব্যাকটেরিয়া, গলাধঃকরণ করছে কে?

রোদ উঠেছে অনেক আগেই, তুমিও উঠছো ঘুম থেকে…

 

জ্যোৎস্না খেয়ে কবিরা সব, গান জুড়েছে আহ্নাদনাদ্

আমরা সবাই শান্তিকামী, মনের মাঝে নদের চাঁদ…

 

চ্যাটগুলি সব গোছানো আছে, প্রেমদিওয়ানার মেমেন্টো…

মাঝে মাঝে লাইক দিয়ে যাস, ইচ্ছে হলে কমেন্টও!

Published :


Comments

Leave a Reply