গভীর নির্জনে

অঞ্জনা সাহা

 

জমাট মেঘগুলো ছুটে যাচ্ছে অদৃশ্য হাওয়ায়।

বুঝি বা ঈশ্বর আছেন কাছাকাছি;

এই মেঘ যেন বন্ধু আমার।

ঝরে পড়ে অনিবার মধ্যরাতের এক মাতাল জাদুকর।

 

নীল শিশিরের মতো ছুঁয়ে যায়;

জানালার গ্রিল বেয়ে উঠে আসে মুগ্ধ অনুভব।

যেন সে-মন ভালো-না থাকার রঙিন প্রজাপতি।

 

মন কেমন করার নেশা আমাকেও নিয়ে যায়

পারিজাত-আলোর এক গভীর নির্জনে।

অথচ আমি তার ঠিকানা জানি না।