গিরিচূড়া

গোলাম কিবরিয়া পিনু

 

গিরিমলিস্নকা ফুটছে গিরিমাটিতেও –

তারপর থেকে পরিপার্শ্ব বদলে যাচ্ছে!

বদলে ফেলার কত চেষ্টা

কতকাল ধরে মনে পড়ে?

ঘটিচোর থেকে বড় চোরের উপদ্রব

সইতে হয়েছে –

জল রাখা একমাত্র পিতলের কলসটাও হয়েছে চুরি

চুড়ি হারিয়েছি!

বহুদিন ঘষামাজা করে বহু কষ্টে –

শরীরের লোমকূপ থেকে নিঃসৃত জল

– শুকিয়ে শুকিয়ে

সরীসৃপ জাতীয় প্রাণীকে সরিয়ে দিয়েছি!

এইবার গিরিমলিস্নকা ফুটেছে –

গিরিচূড়া দেখবো।