চিরকাল ঘুমায় এবার

জহুরুল ইসলাম

 

ঝলমলে রৌদ্রের অন্ধকারে,

পথের কিনারে,

জলে

ছেঁড়া ফুল পড়ে থাকে অশ্বত্থের তলে।

 

এই পথে পথিকের

আনাগোনা ঢের।

তবু চুপিসারে ফেলে

অন্ধকারে গিয়েছে যে চলে।

 

তরাসে বাতাসে

বুক তার হিম হয়ে আসে।

অাঁখি দুটি তার

চিরকাল ঘুমায় এবার।

 

আকাশের তারা

ঢালিতেছে আলোর ফোয়ারা।

তবু চোখে ঘুম,

বাহিরে কান্নার ধুম।