মাসুদ পথিক
আগাছার বিপরীতে যে হারানো শস্যের বিহবল মুখ
তার নাম জলি, জলি চাষার মেজো মেয়ে
আমি চুপিচুপি দেখেছি তার মনোলোভা বুক
পুষেছি তার গোপন অসুখ
ওগো ধান, ওরে জলি তুই মাঠের শেষ গান
তবে কে আঙিনা মাড়িয়ে নিয়ে যায়
তোর সোনা রূপ
আমি আজ মূক,
আমি নয়তো মাঠের বিষণ্ণ মুখ