কৌশিক জোয়ারদার
মেঘ আকাশে ভাসে
যেমন নৌকো ভাসে জলে নদীতে।
আকাশের গভীরতা আছে। জলেরও।
আমরা যা দেখি তা শুধু উপরিতল
আকাশ, ওই জল
অনেক গোপন কথা বুকের ভেতরে লুকিয়ে রেখেছে।
আকাশের, পুকুর ও সাগরের জলের
সব কথা জেনেছে কি কেউ?
বাতাস কি আকাশের ঢেউ?
আকাশের ছায়া পড়ে জলে। আকাশে কি জলছবি হয়?
মেঘও কি জল নয়?
আকাশ জলেরই মতো, আকাশের মতো জল।
জল কী? আকাশই বা কী?