জানি

আশিস সান্যাল

 

এখন ঝড়ের রাত

চারদিকে প্রবাহিত হাওয়া।

কোনখানে আছ তুমি?

হলো না তোমার কাছে আর ফিরে যাওয়া।

এরপর জানি তুমি

বন্ধ করে দেবে সব প্রান্তিক জানালা

ছড়াবে ধূসর শুধু

বুকের ভেতরে ক্রমে তীব্র হবে দূরত্বের জ্বালা।

 

জীবনের সব কথা

কে কবে জেনেছে

অনেক গোপন কথা যায় না তো বলা

পড়ে থাকে অন্ধকারে।

আহত পাখির মতো

তবু নীরবে একা অসহায় চলা।

 

তোমার আমার মাঝে

ব্যবহৃত অন্ধকার ক্রমশ বেড়েছে।

জমেছে অজস্র গুল্ম

নদী তার গতিপথ অনেক ছেড়েছে।

তোমার মুখশ্রী আজ

দূর থেকে মনে হয় বড় বেশি ম্লান –

আমি যাব হিম হয়ে

অন্য এক ভুল পথে তোমার প্রস্থান।

তবু তোমাকে আমি

ভুলব না কোনোদিন ওগো মধুময়,

ভালোবেসে দ্বিধাহীন

এ-পৃথিবী করে যাব জানি মৃত্যুঞ্জয়।