জীবনের বাঁশি

মাহবুব সাদিক

জানালার বাইরে তাকাই
বসন্তের মধুর হাওয়ায় নেচে ওঠে
মেহগনি গগন শিরীষ –
ডাল থেকে উঁকি-মারা নতুন পাতায়
বেজে ওঠে জীবনের গান,
কালঘুম ভেঙে যেন সবাই উঠেছে জেগে
আমি শুনি দূরাগত জলের কল্লোল –
জীবনের মোহময় বাঁশি;
সবুজ পাতার আলো পিছলে নেমে গিয়ে
ভোরবেলাটিকে আগাগোড়া ঢেকে দেয়
সবুজে-সোনায় –
মিঠে আঁচে ঝলসানো স্মৃতির
তেলালো হাঁসের রোস্ট
আজকাল প্রায়ই চেখেচুখে দেখি :
চারদিকে বেজে ওঠে অস্তির গান
অমলদিনের কোনো স্মৃতিরোদে
জেগে উঠি আমিও সহসা –
বেঁচে আছি বেঁচে আছি
ভোলো ভয়, ভুলে যাও মরণের মতো কোনো
অবধারিতের ভয় –
চারদিকে কলরোল – জীবনের কত আয়োজন
পৃথিবীটা ভরে আছে মানুষে মানুষে।