দুটি কবিতা

ইকবাল হাসান

 

জলের আকুতি

 

মাগো একটু জল দাও।

দুপুরের ছায়া হয়ে অন্ধ ভিখিরি এক

তোমার দুয়ারে দ্যাখো দাঁড়িয়ে রয়েছে

যেন চৈত্রের তৃষ্ণা বুকে নিষ্পত্র দেবদারু।

মাগো একটু জল দাও

এই অন্তহীন তৃষ্ণার্ত আগুনের পদমূলে।

 

এতো জল চারদিকে, তবু মাগো

বৈষ্ণবের জলতেষ্টা কখনো মেটে না।

 

বাউল

 

বেরিয়ে ছিলাম ঘর ছেড়ে এক ঘরের খোঁজে

তুমি আমায় শূন্য আকাশ ধরিয়ে দিলে

ধরিয়ে দিলে বৃষ্টিবিহীন একখানা মেঘ

সাপের ফণায় বিষমাখা রাত, কুজ্ঝটিকা

আমি শুধু চেয়েছিলাম পাখির জীবন

তুমিই বলো, আমার কী দোষ এই চাওয়াতে?

বেরিয়ে ছিলাম ঘর ছেড়ে এক ঘরের খোঁজে

তুমি আমায় গছিয়ে দিলে শামুকজীবন।

 

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০১৫