দুটি কবিতা

কামাল চৌধুরী

 

প্রতিবিম্ব

 

প্রতিবিম্বের চিৎকারে ভেঙে যাওয়া নিদ্রার পাশে

তোমাকে ফিরিয়ে দিয়েছি আহত দৃষ্টি

নক্ষত্রের উজ্জ্বলতা নিয়ে দিগমেত্ম গভীর হচ্ছে

মধ্যরাত

সম্পর্ক রেখেছি তবু ভাঙা সংলাপে

                                         অসমাপ্ত, জাগরণে

রক্তপাতহীন দূরত্বের গ্রামে কোথাও অঝোর বৃষ্টি

কান্নার আগে যে জেগে উঠছে, এখনো সে

অমুদ্রিত প্রেম।

 

লবণ

 

ঝরে পড়া ছায়া থেকে সামান্য লবণ

আজ রেখেছি নীরবে

সমুদ্রে ছিলাম আমি; বালি ও গর্জনের পাশে

মাছের কানকোয় ভেসে

প্রতিটি জলের বিন্দু, এসরেণু – ভাসমান হাওয়া

আমারই আর্দ্র শরীর

সূর্যাসেত্ম ডুবে যাওয়া দিন, আমার নুনের গল্পে

গোধূলিতে ভালোবাসবো তোমাকে।