নিজেই হয়েছি ঘরভেদী

গোলাম কিবরিয়া পিনু

 

আমারও আত্মপীড়া আছে!

কার ধরি দোষ?

আমিও দাঁড়িয়েছিলাম শত্রুর সাথে

কোন নদীটির কূলে?

মাতৃকুল-পিতৃকুল ভুলে!

 

আমিও তো সুসন্তান থাকিনি

আমিও তো অঙ্গীকার রাখিনি

সেই আত্মদোষ –

ভালো করে জানে আমারও মস্তিষ্কের কোষ!

 

কার করি নিন্দা?

আমারই কারণে হয়েছে নষ্ট পরাগ ও রেণু

আমিও বাজিয়েছিলাম কোন ইতরের বেণু?

 

ভুলে গেছি নিজের তরঙ্গ

ভুলে গেছি নিজের হাওর

নদী ও সমুদ্র!

বীজপত্র নিয়ে –

বৃষ্টিমুখর হইনি নিজের চারণভূমিতে!

কাকে বলি শত্রু?

বিপর্যয়-অবলুপ্তি আর অন্তর্ধানে

হইনি কেন সংবেদী –

গৃহশত্রু নিয়ে নিজেই হয়েছি ঘরভেদী!

 

মেনে নিই আজ নিজেরই অপরাধ

আত্মগস্নানি নিয়ে ভেঙে দিই অন্তর্বেদনায় বাঁধ –

নিজে দেখি নিজের জলপ্রবাহ ও প্রস্ফুটন।