পথের আহবান

কণিকা মাহফুজ

 

পথের হদিস নিয়ে এখন দেয় না দেখা কপালকুন্ডলা

আজ পথিকেরা বড় অসহায়, দিকভোলা

দ্বিধাদ্বন্দ্বে জর্জর পথ হারায় দিনভর

গন্তব্যের সীমা বাড়ে রাবারের মতো।

 

এঁকেবেঁকে পথ ছোটে পায়ের তলায়

পথ ডাকে মাথার ওপর, পথ চলে মাথার ভিতর

ইতিহাস ছুঁয়ে পথ ঢোকে ভূগোলে

সদরঘাটের বুড়িগঙ্গার জলে

চৌরাস্তার মোড়ে পল্টনের মাঠে

অজন্তা হরপ্পা হয়ে টিমবাকটু বাটে

টরন্টো ওহাইয়োর তুষারের ঝড়ে

পথ চলে অবিরাম

অন্ধকার রোদ আর জোছনায় ভিজে

পথ বাড়ে অবিশ্রাম ইলাসটিকসম।

 

হাইরাইজ ক্রমাগত উঁচু থেকে উঁচুতর হয়

ঘোর চোখে আকাশকে মাটি মনে হয়

আর মাটিকে আকাশ

দিগন্ত বেয়ে পথ ছুটে গিয়ে মেশে ছায়াপথে

মহাকাশ নীল হয় বাসনার বিষে।

 

পথ চলা শেষ হয়ে হয় না তো শেষ

অনন্তের যাত্রাপথে লাগাতার ট্রাফিকের জ্যাম

মোড়ে মোড়ে মিটিং-মিছিল, দৃপ্তকণ্ঠে স্লোগানের রেশ