পশ্চিমের প্রেত

মাহবুব সাদিক

পশ্চিমের ঝড়ো নীল মেঘের তলায়
পাক খায় কোবাল্ট-ব্লু – পাগলা বাতাস
নাকি একেই বলে আণবিক ঝড়!
পরপর চমকায় আনত ঘন মেঘে
ঊনপঞ্চাশ বিদ্যুৎ –
এইসব আয়োজনে দেখি ঘূর্ণিঝড়ের মাধুরী
আর সমূহ ধ্বংসের প্রেত –
যে রকম ঝড় নিয়ে এককালে
পশ্চিমারা এসেছিল পুবের শহরে-গ্রামে,
তারপর যুদ্ধ, রক্তপাত ও যৌনতার ছড়াছড়ি –
গড়ে নিলো তারা উপনিবেশের অসুর বসত –

অথচ আমাদের দুঃখ দেখো –
এই হাতে হুঁকো রেখে তারা খেয়েছে তামাকু
বুনেছে বাণিজ্যের নীল আমাদেরই ক্ষেতে,
আমরা তবু আজ চাই সুনীল আকাশ
বাদলের নীল মেঘ আর পুবান বাতাস
মারণাস্ত্র-হাতে কোনো যুদ্ধবাজ প্রেত
আমি আর দেখতে চাই না,
মানুষের সঙ্গে কোনো বিদ্বেষ নয় – তবে
সামান্য ঘৃণাও চাই তোমাদের জন্যে পশ্চিম।

Published :


Comments

Leave a Reply