যুদ্ধ-নথি

আহমেদ নজির বিমূর্ত ধারায় ও রীতিতে অবগাহন করেন। তাঁর সৃজনে ধরা আছে এ-দেশের সমাজ-বাস্তবতার নানা অনুষঙ্গ। কখনো মানবজীবনের মর্মযাতনাও প্রতিফলিত হয় তাঁর ছবিতে। তিনি ছাপাই ছবির করণকৌশল আয়ত্ত করেছেন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করে। ছাপাই ছবিতেও তিনি সমাজে বিরাজমান নানা অসংগতিকে তুলে ধরেন নিপুণ নিষ্ঠায়।

তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম ১৯৬৪ সালে ঢাকায়।

প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০১০ সালে মিশ্র মাধ্যমে অঙ্কিত।

সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।