প্রার্থনা

শিহাব সরকার

করি নিগূঢ় প্রার্থনা: ফেটো ওগো পাতালের ফুল

দল মেলো অদৃশ্য নারী ও পরীরা

বাগানে ফুটে গেছে সব কলি,

বাগানের মৌমাছি সব মত্ত-মাতাল

আমি বাঞ্ছা করি নিশ্চেতন নিদ্রা

ওই ঘুমে স্বপ্নেরা জঞ্জাল, স্বপ্নে শুধু ভূত আসে।

আশ্বিনের হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার

শহরের প্রিয় রাস্তায় রিকশা নেই

মধ্যরাতে গলির মুখে অন্ধকারে-মেশা কালো গাড়ি

মৃত্যুর শৃঙ্গার শুরু হয় তারপর।

করি ধুলোর প্রার্থনা ঘুমাবার আগে :

বাজার থেকে ব্যাগ ভরে কবে যে আনি

কলমি শাক মুগডাল ঐশী ইলিশ আর মহাশোল।