প্রেমিক ও পতঙ্গ

আহমেদ বাসার                                                              

পোড়ার আগে পতঙ্গ শুধু আগুনের রূপই দেখে

ফণা-তোলা লেলিহান অগ্নির নৃত্য-মুগ্ধ পতঙ্গ

বহুদূর থেকে ছুটে আসে প্রাণপণ

আত্মাহুতির আনন্দ যতক্ষণ না ভস্ম হয়ে

উড়ে যায় হাওয়ায়, ততক্ষণ অগ্নিই তার অন্তিম

আরাধ্য

 

জলের খল-স্বভাব যতটা দুর্বোধ্য শিশুর কাছে

ততটা অগ্নির নগ্নরূপ পতঙ্গের কাছে

চৌম্বকক্ষেত্রের অসহ্য আকর্ষণে যেভাবে সুবোধ

লৌহকণা হারিয়ে ফেলে দিগ্বিদিক কান্ডজ্ঞান

বোঝার আগেই চুম্বকের প্রবল চুম্বনে অসহায়

আত্মসমর্পণ

অগ্নির চুম্বনে একইভাবে পতঙ্গরা ছাই হয়

প্রেমিকও তার ব্যতিক্রম নয়।