বিদায় বেলালভাই

পিয়াস মজিদ

মানুষের পৃথিবীতে কতদূর এগোল কুমিরের চাষ, মনের সমুদ্রে ধরা গেল কী আকাক্সক্ষার রূপারং মাছ? এইসব গূঢ় প্রশ্নে নিতান্তই নিরুত্তর কফিহাউস বসে থাকে শুধু তোমার অপেক্ষায় – সুনীল স্বপ্ন নিয়ে, শক্তি কক্সবাজার, তিন পাপীর শ্যামল-স্বর্গ, তুষারের শেষ নৌকা আর সন্দীপনের দিবানিশির কলকাতা। অন্তর্জালের এই আকালে খুঁজে ফেরা আমাদের অন্তর্জলী যাত্রা – এক জীবনের সাধের শর্শদী থেকে এতদূর রূপচাঁদ পক্ষী। মায়ের বাংলা থেকে মার্কেসের লাতিন-হৃদয়পুরে মেঘলা মঙ্গলবার ভেঙে দিয়ে ক্রমশ; নিষাদ প্রদেশ থেকে চলে গিয়ে কী ভীষণ থেকে আছো নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়!