বিভ্রান্ত ঈশ্বর

খোরশেদ বাহার

 

বিভ্রান্ত ঈশ্বরের দৃষ্টি আজ ছানি পড়া বৃদ্ধের চোখ

ভোরের কুয়াশায় রেখে পা

সমুদ্র বিলাসে মগ্ন তিনি, উলটোরথের যাত্রী

পলকে পেরিয়ে গেছেন হাজার বছর

ইতিহাসের পাতাকে রেখেছেন বুকপকেটে

বন্দি চতুর্ভঁাজে।

 

সভ্যতার গোলক-ধাঁধায় আক্রান্ত উন্নয়নের আলোক রশ্মি

সুরম্য অট্টালিকা আর কনক্রিটের দেয়ালে

পেরেকবিদ্ধ মানবতার বিলবোর্ড

অতিক্রান্ত সুপার হাইওয়ের মোড়ে-মোড়ে

রঙিন আলোর ঝলকানিতে ঝুলছে সময়।

 

কিছুতেই ঘোরে না পৃথিবী সূর্যের চারদিকে

দীর্ঘ থেকে দীর্ঘতর হয় রাত্রি দিনের বেলা

আজানের শব্দে গর্জে ওঠে অটোমেটিক রাইফেল

বিপন্ন ঈশ্বর লুটিয়ে পড়েন ধুলায়

রক্তের অক্ষরে লিখা হয় প্রজন্মের অভিধান।