বুনোফুলটি

ফারজানা করিম

সাঁঝের বেলা ফিরবো যখন বাড়ি

বুনোফুলটি বললে হেসে : যাও,

তোমার সঙ্গে আড়ি।

 

আমি হঠাৎ ফিসফিসানি শুনে

যেই-না ফিরে তাকাই একটুখানি

চুপিচুপি হাওয়ার দোলটি খেয়ে

করলে শুরু কেমন কানাকানি।

 

সাঁঝের বেলা গড়িয়ে নামে রাত,

ধুলোয় দুলে বললে হেসে : যাও,

ছেড়েই দিলেম হাত।

 

আমি বললাম, এত্ত তোমার চাওয়া,

আমার সাথে যাবে অনেক দূরে?

নামটি তোমার আজো তো অজানা

রূপটি দেখে নয়ন শুধু ভরে।

 

রাত্রি তখন মাত্র কেবল হলো,

একলা তারে ফেলেই যখন ফিরি

অভিমানে নুইয়ে শরীরখানা

বললে কেঁদে : যাও

দাঁড়িয়ে থেকো না।

 

আমি বললাম, মুক্ত এখন আছো

মিষ্টি হাওয়া নিচ্ছো ভরে বুক

আমার বাড়ির ব্যালকনিতে এসে

বন্দি হয়েই থাকবে তোমার সুখ।