ভাসমান মেঘে

আকমল হোসেন নিপু

 

সামনে খোলা দিগন্ত – শুনতে শুনতে

বহুপথ চলে গেছে অচেনা নগরের দিকে

পড়ে থাকে বাদামের খোসামাখা দুপুরের রোদ

পুরনো ছায়ার থেকে নিঃস্ব হাওয়া শিস তুলে যায়

দিগন্তের কুয়াশা কাটে না বলে ওপারের

কিছুই হয় না দেখা, জাল বোনে বয়সী মাকড় –

 

কালের প্রান্তর দেখো ভাগ হয়ে এতো আলপথ

কোনদিকে তোমার উঠোন, ঘাসফুল ফুটে থাকা

বুনোক্ষেত, কিছুই পড়ে না চোখে –

কেউ কেউ অনুজ্জ্বল আলো নিয়ে গর্বে ডুবে থাকে

অাঁধার অাঁকড়ে থেকে ঘরে ঘরে জয়বার্তা

বিলি করে যায়, খোলা দিগন্তের সুখ

এখনো রুপালি রেখা হয়ে আছে, ভাসমান মেঘে।