সাকিরা পারভীন
কত লোক আসে
কত কিছু ফেলে যায় বুকের ভেতরে
ছুড়ে মারে, ঘুরে মারে, দূরে মারে, কাছেও
একদিন একটা লোক আসে
লোকটা আমার ভেতরে কিছুই ফেলে না
বরঞ্চ পাড়ের সমস্ত ঘুঁটে-গোবর কুড়িয়ে
ভরিয়ে তোলে কাঁধের খালুই
তারপর একদিন
লোকটা নিজেকে ডোবায়
সুযোগ পেয়ে আমি টেনে নিই ওর দীর্ঘনিশ্বাস
লোকটা শান্তি পায়।