মোমের আলোয়

আহমেদ মুনির

 

জ্বলন্ত সলতেসহ মোমবাতি খুব

সহজেই ধরা যায়

যখন আলোর প্রয়োজন নেই

এমনকি তখনো লোকেরা নিজের মোম

নিছক অভ্যাসবশত জ্বালায়।

 

একাধিক মোমদানি রয়েছে যাদের

গাঢ় মোমের গলে পড়া দেখতে দেখতে

তাদেরও কি একঘেয়ে লাগে?

 

তবু মোমবাতি, বিশেষত লাল আর সাদা

রঙে কিবা আসে যায়

হোক সে কালো, চকোলেট বা বাদামি

মানতের বেদিতে গলিত মোম

রেখে যাওয়ার সহজ ইচ্ছার কাছে

লোকে সমর্পণ করেছে তাদের।

 

শীত রাত্রির প্রবল লেপ যতটুকু অন্ধকার

ভেতর রেখেছে জমা

তার মধ্যে ডুবে যেতে যেতে

দেখি সেই পুরাতন মোম,

গলির দোকান থেকে কেনা

সুহজ সুগন্ধি দেওয়া।

তার হলদে আলোয়

পুড়ে যাচ্ছে আমাদের ক্লান্ত দেহ।

এর মাঝে কোত্থেকে তারকোভস্কির

নিঃসঙ্গ ঘোড়াটা দুজনের

মাঝখান দিয়ে চলে যায়

আর গলিত মোমের ওপর রেখে যায়

এলোমেলো খুরের ছাপ।