লাল মৃত্যু

হাবীবুল্লাহ সিরাজী

মৃত্যুর জন্য অপেক্ষা করছে পেন্ডুলাম
গির্জার ঘড়ির নিচে টিকটিকি
থিকথিক অন্ধকারে বড়োদিন মাথা তুলে বোঝে
কতোখানি পাহারায় মানুষ!

সাঁকো এখনো ভাঙা, ক্ষতি নেই
পিঁপড়েরা বেঁধেছে বাঁধ
সর্ষের হলুদে যারা তারাও কি কুয়াশা
এবছর প্রজনন শেষে মৃত্যু ভোর হবে?

ভোর হবার জন্য যারা অপেক্ষা করছিলো
তারা একফোঁটা চন্দ্রবিন্দুতে ঝাঁপ দিলো
লাল একটি বল ঠেলে দেওয়ার জন্য
আকাশবাহিনী প্রস্তুত
তারপরও মৃত্যু কি খুব কঠিন?

কবর লাল হবার জন্য রক্তের প্রয়োজন ছিলো
ব্লাড ব্যাংকে ছুটতে থাকলো এ পজেটিভ
আর জীবনের মধ্যে জেগে থাকার লোভে
একটি লাল মৃত্যুর নাম : একত্রিশে ডিসেম্বর!