শূন্যতার বল

শাহজাদী আঞ্জুমান আরা

 

নিঃসঙ্গতা ক্রমশঃ ভরে যায় অপার শূন্যতায়

 

ঘুরে বেড়াচ্ছে শূন্যতার বল চারদিক

ডানে বাঁয়ে সম্মুখে পেছনে

 

এমনভাবে যেন যে-কোনো মুহূর্তে লুফে নেয়া যায় তা

ভরাট করে দেয়া যায় নিঃসঙ্গতার গহবর।

 

দুপুরে নিঃসঙ্গতার গায়ে সে এলিয়ে থাকে কিছুক্ষণ

কিছুক্ষণ খেলা করে সন্ধে নামার সাথে সাথে

রাতের গভীরতার সাথে সখ্য ভীষণ তার

আড়মোড়া ভাঙতে ভাঙতে

সে চায়ের কাপে বসে থাকে কিছুক্ষণ

কিছুক্ষণ থমকে দাঁড়ায় ধোঁয়ার সাথে কু-লী পাকিয়ে

 

এমনিভাবে বাড়তে থাকে বেলা

আর সে হাঁটতে থাকে

নিঃসঙ্গতার হাত ধরে পায়ে পায়ে… …