শূন্য অতীত শুধু ঝুলে থাকে –

সিরাজুল ইসলাম

 

চলতি পথের পাশেই ডুমুরের এক ডালে

কবেকার কোন এক পাগল ফেলে রেখে জামাকাপড়ের বোঝা –

নিতান্ত অবহেলায় চলে গেছে সে অজানার পথে, উলঙ্গ শরীরে

সামান্য কদিনের স্মৃতিটুকু তার ঝুলে আছে ডুমুরের ডালে।

 

কালের অতল গহবরে প্রতিনিয়ত বিলীন হয়ে যায় কতকিছু

নতুনের আবাহনে জেগে ওঠে ঝরাগাছে আবারো নতুন কচিপাতা।

আলোকবর্ষের কোনো এক চলমান নক্ষত্রের কক্ষপথ বিচ্যুত হয়ে

হয়তোবা আমরা নেমে এসেছিলাম এই পৃথিবীর পথে।

নিয়ম-নিগূঢ়ে দিনগত আয়ুক্ষয়, ত্রিমাত্রিক জ্যামিতিক হিসেবে

আপন বিভায় ছড়াতে চেয়ে ঔদার্যের হিরণ্ময় আলো

পেছনে ফেলে রেখে যেতে হয় সময়ের সোনালি অতীত।

মাটিতে তৈরি দেহ পিঞ্জরা পড়ে থাকে এই মাটির ঘরে

সকলেই ফেলে রেখে যায় যে যারটা, শিমুলিয়ার ওই পাগলের মতন।

 

মিথ্যে বেসাতির এই দুনিয়ায় কত পাগল আসে আর চলে যায়

শুধু শূন্য অতীত ঝুলে থাকে তল-অাঁধারি ডুমুরের ডালে।