সতেজ-উত্থান

বায়তুল্লাহ্ কাদেরী

জীবন যেভাবে কথা বলে
তোমার আমার সঙ্গে
প্রচ্ছন্ন সন্ধ্যায়,
শত শতাব্দীর কোলাহলে
এখনো মানুষ সেই নির্জন ভাষায়
পৌঁছে যায়…
বিবর্ণ বন্ধ্যায়
যেসব মাঠের প্রসবের কাল চলে
যায় কালান্তরে ওরাও তো জানে
একদার সবুজ বর্ষায়
উর্বরার মন্ত্রবলে
শুরু হয় আমাদের সতেজ-উত্থান, অতএব মথুরায়
যে-প্রাণের বীজ সুর তুলে
কদম্বের তলে
আমাদের প্রেম নেচে ওঠে আজ
শোণিতের সেই ঘণ্টারোলে…