সবুজসাথী বই

সেলিম মাহমুদ

 

উড়ে-পুড়ে যায় আজাদ-দিনের ভক্তিভরা ভালোবাসা

আর সংকটের গান গায় বিজন বনের গাধা!

তোলা ছিল অড়হড় পাতা, নামাতে হলুদ, জন্ডিসের-

টোটকায় আস্থা রাখে মূর্খ ও গোঁয়ার!

আমরা চালাই কলের গানে আঙুরবালার গান

পুরাতনী শুনি পূর্ণ পুণ্য মনোযোগে

ফিরে পাই তেঁতুলতলার ভূত-প্রেত

আর গয়না-নৌকার রহস্যজনক মাঝি!

পুড়ে-দৌড়ে আসে, জিরোবার ছলে, দমকল গাড়ি

লালফিতা-লালফিতা, ওহে সবুজসাথী বই

এসো পাঠ নিই নান্দনিক, নতুন হবার ডাকে!