সাদামাটা কথা

ইকবাল হাসান

 

তোমার সবই আছে। ঠোঁট, নাক, গোলাকৃত নাভিপদ্ম

উদ্ধত বুক ও চিবুক। আছে একফালি চাঁদ

ভ্রম্ন ও ভ্রম্নভঙ্গি। যোনি ও জঙ্ঘা

জানুসন্ধির অপার মহিমা

আছে ফাঁদ, আছে আগুনের শিখা

মাঝে-মাঝে জ্বলে-ওঠা অলৌকিক আলোর ইশারা

মানুষেরা বুঁদ হ’য়ে থাকে

আর দিনশেষে ঘুরেফিরে

যেসব পোকা উড়ে আসে, নিশ্চিত জেনো

মৃত্যুকে তারা কভু পরোয়া করে না।