স্বাক্ষর

মারুফুল ইসলাম

 

স্তনে তার রেখেছ স্বাক্ষর

কপালে আবির

ভিন্ন কোনো নক্ষত্রের সঙ্গে মিশে যেতে

সূর্যের কামুক যাত্রা অন্তহীন

তবে কি শেষবিচারে গায়ত্রীমন্ত্রই সেরা

 

অমন নিবিড় চোখ কতকাল আঁকেনি পৃথিবী, বলতো অগ্নিজা

সৃজনোন্মুখ পুরুষকুল প্রলুব্ধ প্রথমাবধি

অথচ তোমার পক্ষপাত পরাজয়ে

চিবুকের প্রান্ত বেয়ে ক্লান্ত রাত নেমে এলে

স্পর্শের তখন আর কোনো জিজ্ঞাসা থাকে না

সে খোলে সর্বস্বে সমর্পিত নথ সর্বস্বান্ত পথের শপথে

 

জল কি ভেজাতে পারে উজানশরীর

নাকি তোমার সংসর্গে সিক্ত হয়ে ওঠে

নিসর্গের মূত্রনালি

 

প্রশ্নের উত্তরে কেউ কেউ আজো জারি রাখে প্রশ্নমালা

হাঁটুজলে নেমে কন্যা করে প্রমার্জনা