হাটসভা

সুজন হাজারী

হাঁটু গেড়ে বসেছি জয়েসের হাটসভায়
নিমগ্ন পাঠ শেষে গল্পের প্লট খুঁজি
তাঁতঘরে মাকু টানি শিল্পকারখানায়

স্টিফেন ডিডেলাস তুলিতে আঁকে
একজন ফরাসি নতজানু প্রার্থনায়
ঈশ্বর নেমে আসে পাশে

শ্রমিকেরা প্রিয় স্বদেশ ছেড়ে
পাড়ি দেয় অজানা অভিবাসে

পাপের দরজা পেরিয়ে
গির্জা ত্যাগ করে মহান যিশু
অনুশোচনায় বেথেলহামে পুনঃপ্রবেশ করে
মাতা মরিয়ম

সৃষ্টির যাতনায় সূর্যের আগুনে পোড়ে
আদিপিতা ঈশ্বরের সন্তানেরা
আগুনপাখি বিলুপ্ত ডিডেলাসের
বাচ্চাকে উড়াল শেখায়।