অন্যরকম কথা

শাহজাদী আঞ্জুমান আরা

 

ইহারও কোনো কথা নয়, উহারও কোনো কথা নয়

আয় না দুজনে হৃদয়ে হৃদয়ে বাঁধি

পরানের কথা শুনি পরানো বাঁধিয়া

 

ইহারও নয়, উহারও নয়

আয় না দুজনে পাথরে পাথর কাটি

তাহার উপরে লিখি দুজনার নাম

 

পাখিও নয় নদীও নয়

কোন দেশ কোন সমুদ্রে জাগিল

ইহারও কোনো কথা নয়,

ভালোবাসার সুগন্ধ মাখি

আয় না দুজনে দুজনার কাছে

 

আমারও কথা নয়, তোমারও কথা নয়,

আমাদের কথা কবো

চাঁদের আলোয় ভাসাবো স্বপন

স্বপনের সিথানে উড়াবো পাখি

 

ইহারও কথা নয়, উহারও নয়

শুধুই আমরা

সিনান করিব পিরীতের জলে

প্রেমের মুদ্রা তুলিব প্রেমের কাহনে

আয় না দুজনে শুধু দুজনার কাছে।