অরণ্যের অন্ধকারে

মাহবুব সাদিক

 

নির্বান্ধব অরণ্যের কোলে এক শীতের বিকেলে

তার সঙ্গে দেখা হয়েছিলো আমার –

সারাদিন দখিনা বাতাসে দোল খেয়েছে সবুজ পাতারা,

যেন স্মৃতিকাতরতাময় শরীর দুলিয়ে কেউ নিজের ভান্ডার

থেকে সবুজ ফেরি করছে সারাদিন,

তারপর সেই ঘন সবুজের মধ্য দিয়ে

অলস বিকেলে নিজের রাজকীয় গাম্ভীর্যে উদাস

আর নির্ভীক উঠে এলো রাজার মতো বাংলার বাঘ –

দুপুরের রোদের মতন ঝলমল করছিলো তার ডোরাকাটা

বিশাল শরীর;

কত বৃষ্টির বিকেল, কত শীতরাত

আর উঁচুনিচু ল্যান্ডস্কেপ পেরিয়ে সে এসেছে এইখানে

এক পাথুরে চাতালে আমার মুখোমুখি –

মনে হয় এক অপার নৈঃসঙ্গ্য তাকে ঔদাসীন্যের

জয়মাল্য পরিয়ে দিয়েছে;

 

বাঘের মতোই এই বাংলায় আমি আজ নির্বান্ধব একা।