অর্কেস্ট্রায়ন

পিয়াস মজিদ

 

জীবন চলে যায়

চলে যেতে থাকে

শারদীয় পঙ্ক ও পূর্ণিমায়;

স্বপ্ন ও ক্ষুধাকল্পনায়

দানা বাঁধে যত

হেমন্তরুধির কিংবা

কালপুরুষের কারুকাজ।

বিগত বর্ষার

মরচেপড়া মেঘদূত

চেয়ে চেয়ে দেখে

পাখাহীন আমি

তোমার দিগন্তে

কেমন প্রজাপ্রতিপ্রোজ্জ্বল!

আর প্রেমবর্ণ হিম মুছে দেয়

ঋতুদের বিধিবদ্ধ ছয়রঙা বাহার।