আত্মমোচন

আহমদ আজিজ

 

ক্ষরিত রক্তে রক্তলিখন হৃৎপত্রের সমাপ্তি হোক

ভুল অভিলাষ দগ্ধপাঁজর ধুলোলাঞ্ছিত কল্পনালোক;

 

রৌদ্রতাপিত মুগ্ধসকাল বর্ষামুখর উদ্যান-বন

বিস্মৃত হোক কামনাচারিতা পুড়ে ছাই হোক স্মৃতির-বসন;

 

করুণাকাতর মলিন সন্ধ্যা নির্বাক চোখ রক্তিমাকাশ

প্রতিবিম্বিত রক্তপুকুর ক্ষতবিক্ষত বিমূর্ত হাঁস;

 

দহনবিদ্ধ হৃৎকারিগর আজ তবে হোক গ্রন্থিমোচন

দূরপ্রান্তর ডাকে আয় আয় হাতছানি দেয় আলোর নাচন।