আনন্দ উড়ান

মৃণাল বসুচৌধুরী
তোমার প্রশ্রয়ে
যখন অলস মেঘ
আকাশরেখার পাশে জমে থাকা
স্বপ্নকণা ছুঁয়ে
নেমে আসে আমাদের
আয়ুহীন চোখে

যখন নিসর্গ থেকে
বিন্দু বিন্দু সুখ নিয়ে
উড়ন্ত পায়রাগুলো
নেমে আসে
অন্ধকার ছাদে
পরিশ্রান্ত বিমর্ষ শরীরে
যখন বৃষ্টির শব্দ
ছদ্মবেশী মারীচের তীব্র ছোটাছুটি
নির্জন দালান জুড়ে পাখির পালক
স্মৃতিজলে অভিমানী ম্লান
যখন আপসহীন
বিষণ্ন কপালজুড়ে বালিয়াড়ি
মরুঝড়
অলীক কুসুম
তখনই আমার জন্য
মোমবাতি উ ড়ো খ ই
বিষণ্ন চিবুক
তখনই আমার জন্য
পুষ্পরথ
অলৌকিক আনন্দউড়ান

Published :


Comments

Leave a Reply