আমাদের প্রয়োজন এখন

রবিউল হুসাইন

 

আমাদের প্রয়োজন এখন নিজের মুখ দিয়ে

কথা বলা নিজের ফুসফুস দিয়ে নিশ্বাস নেওয়া

নিজের পায়ে হাঁটা নিজের হাত দিয়ে

কাজ করা নিজের চোখ দিয়ে দেখা

 

নিজের কানে শোনা নিজের নাক দিয়ে

ঘ্রাণ নেওয়া নিজের জিহবার সাহায্যে

স্বাদ নেওয়া নিজের শরীর দিয়ে স্পর্শ নেওয়া

নিজের মন দিয়ে বুঝতে শেখা

নিজের হৃদয় দিয়ে ভালোবাসাবাসি করা

 

বিশ্বাস অর্জন করলে মানুষের অনেক

দায়িত্ব বেড়ে যায় স্বনির্ভরতা পেলে

নিজের কাছে নিজেকে সম্মানিত

বোধ হয় নিজেকে শ্রদ্ধাভাজন বলে মনে হয়

 

ভিতরে তখন প্রশ্ন জাগে, আমরা আসলে কী এবং কেন

এতদিন কোথায় ছিলাম আমরা কেন

নিজের কাছ থেকে নিজেকে হারিয়ে

ফেলেছিলাম এখন কীভাবে কেমন করে নিজেদেরকে

খুঁজে পেলাম অবশেষে এই পাললিক দেশে

 

হাজার বছর পরে এক মৃত্যু-সমুদ্র পেরিয়ে এটা যে

কত বিপুল মহার্ঘ্য ও মূল্যবান পাওয়া! –

জীবনের চারিদিকে বয়ে যাক শামিত্মর কল্যাণী হাওয়া