আমার সাম্পান-যাত্রা

জলধি হালদার

 

যেখানে দেখা হোক, মেয়েটি আমাকে চুমু দেয়।

যে-কোনো আবহাওয়ায়, স্বপ্নের খড়কুটোর ভেতর

 

এই নড়বড়ে জীবনের কিচিরমিচির, যে-কোনো মূর্ছনায়

সে ডানা মেলে আমার বিড়ি খাওয়া ঠোঁটের ওপর।

 

যেখানে এক মুহূর্তের দেখা – ব্যসত্ম শহরের কার্নিশে

যে-কোনো গ্রামের এঁদো পুকুরের পাশে

 

ইস্, যেদিন সমসত্ম শিথেন জুড়ে ঘোলাটে হয়ে যাই

তখনো আহ্লাদে ঠোঁট জুড়ে…

 

এই তো সেদিন, গোপন জোয়ারে রাশি ও নক্ষত্রম-লে

ঘনঘন খেপ মারছিল আমার আকাশে যাওয়ার সাম্পান।

 

মেয়েটি চুমু খাচ্ছিল এমন যেন সে আমার পাটনি

আমি সাম্পানের বইঠায় অনন্ত আকাশে ভিজে যাচ্ছিলাম।

Published :


Comments

Leave a Reply