আমিহীন আমার ছায়ারা

ওমর কায়সার

 

আমার আড়াল থেকে ওরা বেরিয়ে এসেছে

হেঁটে গেছে

সীমানা চিহ্নের বাঁধ ভেঙে

চলে গেছে কোন পরবাসে।

 

আমিহীন আমার ছায়ারা

পথে প্রান্তে ঘুরে ঘুরে

কোনো ব্যস্ত কোলাহলে থমকে দাঁড়িয়েছে।

অথবা নির্জনতার অতীব প্রাচীন কোনো গোলকধাঁধায় হারিয়েছে পথ।

 

কিংবা কোনো ঘুমন্ত নদীর বাঁকে আড়ি পেতে

দু-একটা বেদনার গানে

আমারই প্রতিচ্ছবি কল্লোলিত হতে দেখে

ওরা ফিরে গেছে।

নদীর সংগীত থেকে বহুদূরে

প্রান্তরের ধুলোর ভিতর মিশে থাকা

পালাগান আর বিরহ মাড়িয়ে

দিন ও রাতের বহু পুরনো কথার ঝাঁপি পেরিয়ে পেরিয়ে

গাছের বাকলে লেখা পুঁথির স্মৃতিকে

গোপনে কাঁদিয়ে ওরা নিখোঁজ হয়েছে।

 

হয়তো নির্জনে পাহাড়ের কোনো ঝরনার প্রবাহে

রাংরাঙের একটি পালক ভেসে যেতে দেখে

বাতাসে মিলিয়ে গেছে।

 

সাহারায় বালির ঘূর্ণনে

প্রেইরির তৃণের ডগায়

পৃথিবীর এখানে-সেখানে

বস্ত্ত ও অবস্ত্তর খেলা

নিমেষে নিঃশেষ করে

চলে গেছে অন্য ছায়াপথে – তারার গহিনে?

 

কেউ কি দেখেছো সেই শেষ দৃশ্যটুকু

শেষ বিন্দু দুচোখের জলে অদৃশ্য লবণ আর অনিদ্রাকে

আমাকে, আমাকে

আর আমার ছায়াকে?