আশা আর আসা

রবিউল হুসাইন

 

কী এমন প্রত্যাশা যে আসতেই হবে প্রতিবার

না এসেও তো আসা যায় মনে মনে

আশা যায় আশা আসে বারংবার

আসা যায় আসার আশায় বসা যায় সিংহাসনে

 

আশা নেই আশা কখনো থাকে না অমন

আসা-যাওয়ার মধ্যেই আশার সরল মন

ওই যে বিন্দু বিন্দু আলো ওরা কারো নয় তেমন

ওরা সবার ওরা খুব নিজস্বপরায়ণ

 

আবার নিজেরও নয় অনমত্মকাল ঘুরে ঘুরে মরে

আসে আর আশায় আশায় আসা-যাওয়া করে

আশার আসায় যায় আসে সব

আসার আশায় নিত্য কলরব

 

আশায় আশায় দুরাশার প্রকৃত পরিচয়

ওলট-পালট এখন আশার আসা তার নিজস্ব বিষয়

আসার আশায় উড়ে উড়ে ওড়া

আশার আশায় শুরম্ন সেই পুরনো মহড়া

 

আসার আশা আর আশার আসা দূরে চলে যায়

আশার আসায় তবুও আশা জাগে সমস্যা কোথায়